মায়েদের জন্য আমাদের বিশাল আয়োজন।

মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ । মা মানেই মমতা,মা মানেই ভালবাসা। মা শব্দটির সাথে মিশে আছে হাজারো আবেগ অনুভুতি, আছে শ্রদ্ধা। মা শব্দের মধ্যেই পৃথিবীর সব ভালবাসা আর আবেগের সম্মিলন,সন্তানের কাছে সবচেয়ে আপন। মা ভালবাসার একটি পরম মমতা

মা একটি নিজস্ব স্বত্বা, মা সন্তানের কাছে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেক মা আছেন একা থাকেন কিংবা ছেলে মেয়ে দেশের বাহিরে থাকেন। ছেলে মেয়ের অবর্তমানে কে ডাক্তার দেখাবে,কে ঔষধ কিনে দিবে,কে রান্না করে দিবে,কে তাকে ঘুরতে নিয়ে যাবে , আর সেই মায়েদের ভাল রাখার জন্যই আমাদের অন্যরকম আয়োজন।

মাকে ভালো রাখার জন্য যা দরকার সব আছে এখানে। অনেকে আছেন কাজের জন্য কোথাও যাবেন মাকে কার কাছে রেখে যাবেন,কাজের লোকের উপর ভরসা করা যাচ্ছেনা , সেটা তো আমরা সবসময় দেখি কত দুর্ঘটনা হয়. আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। নিশ্চিন্ত ভাবে আমাদের উপর ভরসা করতে পারেন। বিস্তরিত জানতে কমেন্ট করুন অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে কল করুন : ০১৭১৮৫৮৬১১৯ এবং ০১৭৪২২০৫০০৬ এই নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01718-586119